News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

‘স্বামীর সড়ক দুর্ঘটনার’ কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি : প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩, ০৭:৫৭ পিএম ‘স্বামীর সড়ক দুর্ঘটনার’ কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ

ফতুল্লায় ‘স্বামীর সড়ক দুর্ঘটনার’ কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক গৃহবধূকে গণধর্ষণ করে মোবাইল ফোনে ধর্ষণের দৃশ্য ধারণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রিয়াজ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে ফতুল্লা মডেল থানার পাগলা শান্তি নিবাস এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ গ্রেফতারকৃত রিয়াজসহ দুইজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। গৃহবধূ রাতে এসে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই রিয়াজকে গ্রেফতার করে।

জানা যায়, গৃহবধূর স্বামী ফেরি করে ভাঙ্গারী সংগ্রহ করে। গ্রেফতারকৃত রিয়াজ ও অভিযুক্ত রাকিবের (২০) সাথে তাদের পূর্ব পরিচয় ছিল। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে রিয়াজ ফোন করে বাদীর স্বামী কোথায় আছে জানতে চেয়ে তাকে জানায় যে, তার স্বামী সড়ক দুর্ঘটনা করেছে এবং পাগলা এলাকায় আছে। সংবাদ পেয়ে বাদী তার পাঁচ বছর বয়সী সন্তানকে নিয়ে দ্রুত পাগলা সূর্য সিনেমা হলের সামনে যায়। সেখান থেকে তাকে গ্রেফতারকৃত রিয়াজ পাগলা শান্তি নিবাস এলাকার একটি বাড়িতে নিয়ে যায় এবং বলে যে সেখানকার একটি বাসার ভিতর বাদীর স্বামী শুয়ে আছে। বাদী শিশু পুত্রসহ ঐ ঘরে প্রবেশ করে দেখতে পায় অভিযুক্ত রাকিবসহ অপর তিন যুবক সেখানে আগে থেকেই অবস্থান করছে। পরবর্তীতে বাদীর কোলে থাকা শিশু পুত্রকে নিয়ে অজ্ঞাতনামা এক যুবক ঘরের বাইরে বের হয়ে যায়। পরে গ্রেফতারকৃত রিয়াজসহ অপর তিনজন বাদীকে পালাক্রমে ধর্ষণ করে। অভিযুক্তরা ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে। বাদী অসুস্থ হয়ে পরলে দুপুরে শিশু পুত্রকে কোলে তুলে দিয়ে বাসায় পাঠিয়ে দেয় এবং কাউকে না বলার জন্য হুমকি প্রদান করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানায়, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

Islams Group
Islam's Group