News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

থানার ভেতরে শর্টগান থেকে মিসফায়ার, পুলিশ কনস্টেবল আহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৫:১৫ পিএম থানার ভেতরে শর্টগান থেকে মিসফায়ার, পুলিশ কনস্টেবল আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় এক পুলিশ কনস্টেবলের মিসফায়ারে আরেক কনস্টেবল আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবলের নাম টিপু সুলতান (৫০)। অন্যদিকে মিসফায়ার করা কনস্টেবলের নাম বাবুল। তবে রাবার বুলেট বিদ্ধ হওয়ায় তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে থানা পুলিশ।

থানার সূত্র জানায়, সকালে ডিউটিতে যাবার পূর্বে কনস্টেবল বাবুল তার শর্টগান পরিষ্কার করছিলেন। এসময় হঠাৎ সেটি মিসফায়ার হয়। পাশে দাঁড়িয়ে থাকা টিপু সুলতানের গায়ে রাবার বুলেট বিদ্ধ হয়। আহত অবস্থায় দ্রুত প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। বেলা ১১টায় তাকে ঢামেক চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত পুলিশ সদস্যের অবস্থা গুরুতর নয়। রাবার বুলেটে আহত হয়েছিলেন। তাকে পুনরায় নিজ কর্মস্থলে পাঠানো হয়েছে।

একই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ বলেন, ‘মিসফায়ারে আমাদের এক সদস্য আহত হয়েছেন। তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।’

Islams Group
Islam's Group