News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

বন্দরে চলন্ত অবস্থায় স্ট্রোকে সিএনজি চালকের মৃত্যু, যাত্রী আহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি : প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩, ০৯:০৯ পিএম বন্দরে চলন্ত অবস্থায় স্ট্রোকে সিএনজি চালকের মৃত্যু, যাত্রী আহত

বন্দরে চলন্ত অবস্থায় স্ট্রোক করে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এসময় সিএনজিটি রাস্তার পাশে খাদে পড়ে একজন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২২ সেপ্টম্বর) সকালে নবীগঞ্জ বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম শম্ভু দাস (৪৫)। তিনি বন্দর বাবুপাড়া এলাকার মৃত রতন দাসের ছেলে।

পাবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে শম্ভু দাস নিজের সিএনজি (ঢাকা-থ-১১-৬২৭৫) নিয়ে বাড়ি থেকে বের হয়। বন্দর খেয়াঘাট ¯ট্যান্ড থেকে একজন যাত্রী নিয়ে সোনারগাঁ যাচ্ছিল। নবীগঞ্জ বাস স্ট্যান্ডের কাছে পৌঁছালে চলন্ত অবস্থায় হঠাৎ সে স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এসময় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে মদনগঞ্জ-মদনপুর সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে এক মাত্র যাত্রী হানিফ আহত হয়েছে।

স্থানীয়রা নিহত চালককে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে দ্রুত নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার এসআই আহাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। স্বাভাবিক মৃত্যু হওয়ায় পরে  হাসপাতাল থেকে তার লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Islams Group
Islam's Group