News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

ফতুল্লায় ডাইংয়ে বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৯:০৭ পিএম ফতুল্লায় ডাইংয়ে বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি কম্পোজিট নীট অ্যান্ড ডাইং কারখানার জেনারেটর রুমে গ্যাস লাইন লিকেজের আগুনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় দুই শ্রমিক দগ্ধ হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় উত্তর নরসিংপুর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সাংবাদিকদের কারখানার ভেতরে ঢুকতে বাধা দেয় নিরাপত্তা কর্মীরা।

দগ্ধরা হলো ভোলাইল গোদ্দার বাজার এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে মিলন ও নরসিংপুর এলাকার হারুন মিয়ার ছেলে হায়দার আলী। তারা কারখানার ইলেক্ট্রনিক বিভাগের শ্রমিক।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, ডাইং কারখানায় বিস্ফোরণের খবর পেয়ে বিসিক ও মন্ডলপাড়া দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ দুইজনকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে আগুনে জেনারেটর রুমে বিস্ফোরণ ঘটেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Islams Group
Islam's Group