News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

বন্দরে দোকানের চালের টিন কেটে দুঃসাহসিক চুরি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি : প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৯:০০ পিএম বন্দরে দোকানের চালের টিন কেটে দুঃসাহসিক চুরি

বন্দরে রাইট টেড্রার্সে চুরি ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরের দল কৌশলে উল্লেখিত প্রতিষ্ঠানের চালের টিন কেটে ভিতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের সিগারেট ও ১টি এলইডি টিভি যার মূল্য ২০ হাজার টাকা এবং ২টি সিসি ক্যামারা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় উল্লেখিত প্রতিষ্ঠানের মালিক কামরুল মিয়া বাদী হয়ে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে, গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা হইতে বুধবার ভোর ৬টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার ফরাজিকান্দা রেললাইন এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে দোকান মালিক কামরুল জানান, প্রতিদিনের মত মঙ্গলবার রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। পরে সকালে দোকান খুলে দেখি দোকানের মালামাল এলোমেলো। দোকানের টিভি নেই, সিগারেট নেই ও দুইটি সিসি ক্যামারা নেই। দোকানের চালের টিন কাটা। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের অবগত করে থানায় এসে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি।

Islams Group
Islam's Group