শহরের দেওভোগ এলাকা থেকে ইয়াবা ও ফেন্সিডিলসহ আনিস (৫১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত মো. আনিস জেলার সদর মডেল থানার দেওভোগ পাক্কা রোড এলাকার মৃত সাদেক আলীর ছেলে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাকে শহরের দেওভোগ পাক্কা রোডের খানকা গলি রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতের নিকট থেকে ৭ বোতল ফেন্সিডিল ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার রাত সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান, সহকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান, মামুনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানার দেওভোগ পাক্কারোড এলকায় অভিযান চালিয়ে ৭ বোতল ফেন্সিডিল ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী মো. আনিসকে গ্রেফতার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আপনার মতামত লিখুন :