বন্দরে একটি জ্বালানি তেলের দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে। অজ্ঞাত চোরের দল কৌশলে দোকানের দরজা খুলে ভিতরে প্রবেশ করে নগদ ৩০ হাজার টাকা ও ১টি পাম্প মেশিন ও ১টি রূপার চেইন চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দোকান মালিক শাওন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন। এর আগে, রোববার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় এ চুরির ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর আমিন আবাসিক এলাকার ফারুক হোসেন মিয়ার ছেলে শাওন দীর্ঘদিন ধরে নবীগঞ্জ এলাকায় জ্বালানি তেলের ব্যবসা চালিয়ে আসছে। দোকান কর্মচারী ফাহিম ও প্রান্ত উল্লেখিত দোকানে রাত্রিযাপন করে। প্রতিদিনের মত সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টায় তেল ব্যবসায়ী শাওন তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তার নিজ বাড়ি বন্দর আমিন আবাসিক এলাকায় আসে। ওই রাত পৌনে ২টার সময় দোকানে থাকা উল্লেখিত কর্মচারীরা ফোনের মাধ্যমে জানায় অজ্ঞাতনামা ৫-৬ জন দোকানের দরজা খুলে ভিতরে প্রবেশ করে আমাদের গলায় অস্ত্র ঠেকিয়ে নগদ ৩০ হাজার টাকা ও ১টি পানির পাম্প ও একটি রূপার চেইন ছিনিয়ে নেয়।
আপনার মতামত লিখুন :