News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

ফতুল্লায় দুই ভবনের চিপায় যুবকের লাশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বিশেষ প্রতিনিধি : প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৫:৫৬ পিএম ফতুল্লায় দুই ভবনের চিপায় যুবকের লাশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুতল ভবন ও একটি সেমিপাকা টিনশেড ঘরের মাঝখান থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানা ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যৌথ অভিযানে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টারিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় সৌদি প্রবাসী হাবিবুর রহমানের মালিকানাধীন একটি বহুতল ভবন ও মালা ফকিরের মালিকানাধীন একটি সেমিপাকা টিনশেড ঘরের মাঝখানে চিপার মধ্যে আটকে পড়া অবস্থায় ছিল ওই যুবকের লাশটি। এলাকাবাসীর ধারণা চুরি করার উদ্দেশ্যে হাবিবুর রহমানের মালিকানাধীন বহুতল ভবনের পাইপ বেয়ে ওঠার চেষ্টা করতে গিয়ে দুই ভবনের চিপায় পড়ে ঘটনাস্থলেই মারা যান অজ্ঞাত ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়। পরে টিনশেড সেমিপাকা ঘরের দেয়াল আংশিক ভেঙ্গে লাশটি উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার এস আই আবু হানিফ জানান, লাশ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Islams Group
Islam's Group