News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

ফতুল্লায় ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি : প্রকাশিত: জুন ১০, ২০২৩, ০৪:৪৩ পিএম ফতুল্লায় ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনায় আবু তাহের নামে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত আবু তাহের (৪০) ঢালিপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া ও জামাল মিয়ার পাশাপাশি বাসা। রাতে তাদের শিশু সন্তানদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি আবু তাহের কাছ থেকে দেখে দুই শিশুর পরিবারকে শান্ত করতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে লামিয়া ও তার লোকজন আবু তাহেরকে পিটিয়ে আহত করে। এসময় স্থানীয় লোকজন আবু তাহেরকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Islams Group
Islam's Group