ফতুল্লার নরসিংপুরে এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরী মা বাদী হয়ে শুক্রবার (৯ জুন) দুপুরে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে।
অভিযুক্ত হচ্ছে ফতুল্লা মডেল থানার উত্তর নরসিংপুরের দিঘলী পট্টির রহম উদ্দিন মিয়ার ছেলে শাওন (২০)।
মামলায় উল্লেখ করা হয়, বাদীর কিশোরী মেয়ে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করে। অপরদিকে অভিযুক্ত শাওন বাদীর ননদের মালিকানাধীন হোটেলে কাজ করতো। সেই পরিচয়ের সূত্র ধরে বাদীর বাসায় যাতায়াত করতো শাওন। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে কিশোরীর বাবা-মা তাকে বাসায় একা রেখে একটি কাজে বাইরে যায়। বিষয়টি জানতে পেরে অভিযুক্ত শাওন কিশোরীর ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজায় এসে টোকা দিলে অভিযুক্ত শাওন দরজা খুলে পরিধেয় স্যান্ডেল ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানায়, মামলা হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :