News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

মাদকাসক্ত ছেলেকে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশে দিলো বাবা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি : প্রকাশিত: জুন ৪, ২০২৩, ০৮:২৯ পিএম মাদকাসক্ত ছেলেকে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশে দিলো বাবা

মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৯৯৯-এ ফোন দিয়ে ছেলেকে পুলিশে সোপর্দ করলেন বাবা।

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার পূর্ব লামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নাজমুল ইসলাম (২২) নামের ওই যুবক শুক্রবার রাতে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে পরিবারের লোকজনকে মারধরসহ বাবাকে জবাই করে হত্যা করার চেষ্টার একপর্যায়ে বাবা মো. মনির হোসেন (৪৩) জরুরি জাতীয় সেবা নাম্বার ৯৯৯-এ ফোন দিয়ে সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেলে নাজমুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।

জানা যায়, ফতুল্লার পূর্ব লামাপাড়ার মনির হোসেনের বড় ছেলে নাজমুল হোসেন গত ৪-৫ বছর ধরে মাদক বিক্রি এবং সেবন করে আসছে। এতে পরিবারের সদস্যরা বাধা নিষেধ করলে মারধরসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করতো। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে নাজমুল তার মাকে মারধর করে জোরপূর্বক ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। রাত সাড়ে আটটার দিকে বাসায় এসে বাড়ি লিখে দেওয়ার জন্য বাবা মনির হোসেনের উপর চাপ প্রয়োগসহ তাকে মারধর করে। এক পর্যায়ে ঘরে থাকা বঁটি দিয়ে বাবা মনির হোসেনকে কোপ মারে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজায় লাগে। এ সময় মনির হোসেনকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে। স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্ষা করে। উপায়ন্তর না পেয়ে বাবা মনির হোসেন জরুরী সেবা-৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজমুল হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, এ বিষয়ে বাবা বাদী হয়ে হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছ।

Islams Group
Islam's Group