News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

শাবানা মারা গেলেন ফতুল্লায়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপনডেন্ট প্রকাশিত: জুন ২, ২০২৩, ০৯:১১ পিএম শাবানা মারা গেলেন ফতুল্লায়

ফতুল্লার পাগলায় অভাবের তাড়নায় গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে গৃহবধূ শাবানা আক্তার(৩৫)। নিহত গৃহবধূ শাবানা আক্তার ফতুল্লা মডেল থানার পাগলা দেলপাড়া খেলার মাঠ সংলগ্ন আমির হোসেন সুমিলের স্ত্রী।
শুক্রবার সকালে নিহতের স্বামী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

মামলায় উল্লেখ্য করা হয়, বাদী দীর্ঘদিন ধর অসুস্থ থাকায় কোন কাজ কর্ম করিতে পারিতোনা। ফলে সংসারে অভাব-অনটন লেগেই থাকতো। বৃহস্পতিবার সকাল আটটার দিকে নিতহ শাবানা আক্তার নিজ বাসার বেসিনে কাজ করছিলো। এ সময় বাদী বাড়ীর সামনের দোকানে সিগারেট খাওয়ার জন্য যায়। সেখান থেকে সাড়ে আটটার দিকে বাদী বাসায় ফিরে এসে দেখতে পায় ভিতর থেলে ঘরের দরজা বন্ধ।তখন ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে বাড়ীর আশপাশের লোকজন নিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে দেখতে পায় ঘরের লোহার এঙ্গেলের সাথে গলায় ওড়না পেঁচানো নিহতে ঝুলন্ত দেহ। পরে তাকে দ্রুত হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করে।

Islams Group
Islam's Group