News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

বন্দরে মামলা করায় গার্মেন্টস কর্মীকে কুপিয়ে জখম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি : প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৮:৪৪ পিএম বন্দরে মামলা করায় গার্মেন্টস কর্মীকে কুপিয়ে জখম

বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে রিপন (২৮) নামে এক গার্মেন্টস কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়েছে প্রতিপক্ষরা।

বুধবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জাঙ্গাল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতেই সন্ত্রাসী আদিলসহ আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হলেন বন্দর উপজেলার বারপাড়া এলাকার মৃত আবু তাহের মিয়ার ছেলে আদিল (৩৫) ও জামাল মিয়ার ছেলে নাদিমসহ (২৫) অজ্ঞাতনামা কয়েকজন।

জানা গেছে, বন্দর উপজেলার বারপাড়া এলাকার উচ্ছৃঙ্খল আদিল ও নাদিমের সঙ্গে একই এলাকার গার্মেন্টস কর্মী রিপনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে গত ৯ মে গার্মেন্টস কর্মী রিপন বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। ওই মামলার জের ধরেই বিবাদ সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় বুধবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জাঙ্গাল বাসস্ট্যান্ডে এসে পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে পিছন থেকে এসে মোটরসাইকেল দিয়ে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। পরে আদিল ও নাদিমসহ ২-৩ জনের একটি সংঘবদ্ধ দল অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় গার্মেন্টস কর্মী রিপনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। আহত রিপনকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Islams Group
Islam's Group