নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদুল হাসান।
বুধবার (২৪ মার্চ) দুপুরে ফতুল্লার ৪নং ওয়ার্ড পারিবারিক মিলনায়তন মাঠে নি¤œ আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় এ খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় ফতুল্লা ৪নং ওয়ার্ডের কয়েকশ পরিবারের মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী হলো- দুই লিটার সয়াবিন তেল (প্রতি কেজি ১১০ করে) ২২০ টাকায় ও দুই কেজি মসুর ডাল (প্রতি কেজি ৬৫ টাকা) ১৩০ টাকায়।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, নারায়ণগঞ্জের পাঁচ উপজেলায় ভর্তুকি মূল্যে ১ লাখ ৬৯ হাজার নি¤œ আয়ের মানুষের মাঝে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য স্মার্ট কার্ডের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। অসহায় হতদরিদ্র মানুষের জন্য টিসিবির স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার জন্য প্রথম পর্যায়ে দুইটি পণ্য দেওয়া হচ্ছে। দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল। পর্যায়ক্রমে এ ওয়ার্ডের আরও অন্যান্য মহল্লায় দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনসহ ইউনিয়নের সদস্যরা।
আপনার মতামত লিখুন :