News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

বন্দরে পুকুরে ডুবে যুবক নিহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি : প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৮:৪৬ পিএম বন্দরে পুকুরে ডুবে যুবক নিহত

বন্দরের নবীগঞ্জ এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে বাবুল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুর হতে বাবুলের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন সাঁতার জানা লোক পুকুরে গোসল করতে গিয়ে ডুবে গেল কিভাবে এমনই প্রশ্ন সর্বত্র।

সূত্র মতে, বন্দরের নবীগঞ্জ বাগের জান্নাত কবরস্থানের পূর্ব পাশে পুকুরে গোসল করতে যায় মৃত নূর মোহাম্মদের ছেলে বাবলু। নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থানের উত্তর পাশে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় বাবুল মিয়া। এ ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ বাবুলের লাশ উদ্ধার করে।

এ ঘটনার সংবাদ পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর, বন্দর থানার এসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরাতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

Islams Group
Islam's Group