News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

বন্দরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি : প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৭:৪৮ পিএম বন্দরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ বন্দর থানা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে বন্দর থানার সোনাকান্দা এলাকায় এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক জে.আর. রাসেল।

মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের বন্দর থানা শাখার সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ হোসেন হিমেলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হামদান উর রহমান শান্ত ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ সুজন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সহ সভাপতি ইসলাম বাবুল, মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সদর থানার সভাপতি শফিকুল ইসলাম নিজাম, ফতুল্লা থানার সাধারন সম্পাদক শহিদুল ইসলাম পুনীত, বন্দর থানার যুগ্ম সম্পাদক আসাদুল হক সরকার, সদস্য আসাদ, নাহিম, বিল্লাল, আতাউর রহমান ও নাহিদ প্রমুখ।

দোয়া শেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

Islams Group
Islam's Group