News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

বন্দরে আগুনে পুড়লো প্লাস্টিকের সুতা তৈরির কারখানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি : প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৭:৩২ পিএম বন্দরে আগুনে পুড়লো প্লাস্টিকের সুতা তৈরির কারখানা

বন্দরে আরাফাত রিফাত এন্টার প্রাইজ নামে একটি প্লাস্টিকের সুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার কাঁচামাল ও  মেশিনপত্র ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৮ মার্চ) দুপুরে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজারের আরাফাত রিফাত এন্টারপ্রাইজ নামে সুতার ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শনিবার দুপুর একটার দিকে ধামগড় ইস্পাহানী এলাকার মাসুমের মালিকানাধীন প্লাস্টিকের সুতা তৈরির কারখানায় আগুন লাগে। মুহূর্তে আগুন সারা কারখানায় ছড়িয়ে পড়ে। বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফ্যাক্টরির মালিক মাসুম জানান, আরাফাত রিফাত এন্টারপ্রাইজে গার্মেন্টসের ওয়েস্টেজ, পলি, পিপি ও চট্টি দিয়ে প্লাস্টিকের সুতা তৈরি হয়। অগ্নিকাণ্ডে কারখানার কাঁচামাল ও মেশিনপত্র পুড়ে গেছে বলে তিনি জানান।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল্লাহ জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

Islams Group
Islam's Group