নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইরে ১০ তলা বিশিষ্ট এমএস টাওয়ারের ৬ষ্ঠ তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১২ মার্চ) সন্ধ্যায় খন্দকার ম্যানশনে এ ঘটনায় ভবনটির ছয়তলা ফ্ল্যাটের বাসিন্দা মাসুদ পাটোয়ারীর স্ত্রী কুলসুম আক্তার (২৫) ও তাঁর তিন বছর বয়সী ছেলে খালিদ দগ্ধ হয়েছে। বিস্ফোরণে ওই ফ্ল্যাটের ভেতরে আগুন ধরে যায়। আগুনে ওই ফ্ল্যাটের দরজা-জানালা আসবাবপত্র পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের আজানের পরপরই টাওয়ারের ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। বিস্ফোরণের পর আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়া ভবনজুড়ে ছড়িয়ে পড়ে। ওই ফ্ল্যাটে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বা গ্যাস সিলিন্ডার নেই। তাঁরা পাইপলাইনের গ্যাস ব্যবহার করেন।
খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশের লোকজন দগ্ধ কুলসুম আক্তার ও তাঁর ছেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে পাঠায়। আগুনে আশপাশের ফ্ল্যাটের দরজাজানালা পুড়ে গেছে। বিস্ফোরণে ওই ভবনের লিফটের দরজা পর্যন্ত ভেঙে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুউদ্দিন বলেন, বিস্ফোরণে ওই ফ্ল্যাটের দরজা-জানালা উড়ে গেছে। ফ্ল্যাটের আসবাবপত্রসহ মালামাল পুড়ে গেছে। তবে ভবনের কোনো ক্ষতি হয়নি। গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।
আপনার মতামত লিখুন :