বন্দরে সৌদি আরব প্রবাসী বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় ১০ থেকে ১২ জনের ডাকাত দল অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দ্বিতল ভবনের বাউন্ডারী দেওয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে পরিবারের ৫ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪০ ভরি স্বর্ণালংকার, ১টি ক্যামারা ও ১টি আইপিএসসহ ঘরে রক্ষিত মূলবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
শনিবার (২৮ জানুয়ারী) দিনগত রাতে বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের লালখারবাগ এলাকায় এ ডাকাতির ঘটনাটি ঘটে।
সৌদি প্রবাসী মিলনের বাবা আক্তার হোসেন জানান, প্রতিদিনের মত শনিবার রাতে খাবার খেয়ে আমিসহ আমার পরিবারের ৫ জন সদস্য যার যার ঘরে ঘুমাতে যাই। রাত আনুমানিক আড়াইটায় ১০/১২ জনের একটি ডাকাত দল কৌশলে আমার বাসায় প্রবেশ করে। পরে ডাকাত দল আমাদের ৫ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ৪০ ভরি স্বর্ণালংকার, ১টি ক্যামেরা, ১টি আই পিএসসহ ও নগদ ২ লাখ টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।
বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বক্কর ছিদ্দিক জানান, ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী জানিয়েছে, গত জানুয়ারী মাসে বন্দরে আইনশৃঙ্খলা ব্যাপক অবনতি ঘটেছে। এক মাসে বন্দরে মুছাপুর ইউনিয়নে লন্ডন প্রবাসী ও গত শনিবার দিবাগত রাতে ২৭নং ওয়ার্ডের লালখারবাগ এলাকার সৌদি আরব প্রবাসী বাড়িতে দুই ডাকাতি ঘটনা ঘটেছে।
এছাড়াও বন্দরে বিভিন্ন এলাকায় চুরি ছাইতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ডাকাত দল প্রবাসীদের বাড়িতে টার্গেট করে ডাকাতি ও চুরি সংগঠিত করে আসছে।
আপনার মতামত লিখুন :