বন্দরে বিয়ে ভেঙ্গে যাওয়ার জের ধরে মাদকাসক্ত ছেলে পক্ষের লোকজনের সন্ত্রাসী হামলায় প্রতিবেশী মহিলাসহ একই পরিবারের তিনজন রক্তাক্ত জখম হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বন্দর থানার আকিজ স্ট্যান্ডের সামনে ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত নাঈম মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে হামলাকারী কামাল ও জুনায়েতসহ ৫ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আহতরা হলো নাঈম (৫৫), তার স্ত্রী রেখা বেগম (৪০) ও ছেলে রিয়াদ (২১)। এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ মাস পূর্বে বন্দর থানার ঘনপাড়া এলাকার জনৈক নবী হোসেনের মেয়ে ফাতেমা বেগমের সাথে নবীগঞ্জ বাগবাড়ী কাঁচা রাস্তাস্থ (সুপার স্টার) এর পশ্চিম পাশের এলাকার আলমগীর মিয়ার ছেলে ইয়াছিন মিয়ার বিয়ের কথাবার্তা চলে। এক পর্যায়ে উভয়ের সম্মতি ক্রমে আগামী ১০ ফেব্রুয়ারি বিয়ের দিন ধার্য করে উভয় পক্ষ। পরবর্তী সময়ে মেয়ে পক্ষ ছেলে সমন্ধে খোঁজ নিয়ে জানতে পারে ছেলে ইয়াছিন একজন মাদক সেবী। সে মাদকের সাথে জড়িত। এ সুবাদে নবী হোসেন তার মেয়ে বিয়ে দিতে অস্বীকৃতি জানায়।
ওই ঘটনার জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় ৬টায় প্রতিবেশী নাঈম বাড়ি থেকে আকিজ স্ট্যান্ডের সামনে আসলে ওই সময় উল্লেখিত কামাল ও তার সন্ত্রাসী তিন ছেলে জুনায়েত, জুবায়ের, জিসান ও আলমগীর মিয়ার ছেলে ইয়াছিন ক্ষিপ্ত হয়ে নাঈমকে বেদমভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় নাঈমের চিৎকারের শব্দ পেয়ে স্ত্রী রেখা বেগম ও ছেলে রিয়াদ তার বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা গৃহবধূ রেখা বেগমকে শ্লীলতাহানি করে তার ছেলে রিয়াদকে বেদমভাবে পিটিয়ে নীলাফুলা জখম করে ২টি স্মার্ট ফোন ও নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আপনার মতামত লিখুন :