নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কমিশনের সদস্য মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব থেকে তার কাছে এই চিঠি পৌঁছে দেয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৩০ নভেম্বর ক্লাবের কার্যকরী পরিষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে প্রেসক্লাবের নির্বাচন পরিচালনার জন্য আপনাকে (অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু) সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের চেয়ারম্যান হিসেবে রয়েছেন মোহাম্মদ আলী এবং আরও একজন সদস্য হিসেবে রয়েছেন প্রবীর কুমার সাহা।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ২০২২-২০১৪ সালের কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :