২৫ হাজার টাকা মজুরি ঘোষণার দাবিতে শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল ৩টায় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ বিসিক আঞ্চলিক কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জের মাসদাইর গোরস্থান, পুলিশ লাইন, ট্যাগার পাড়, পঞ্চবটী, বিসিক ও ভোলাইলে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ বিসিক আঞ্চলিক কমিটির সভাপতি মো. মোফাজ্জেল হক। বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি দুলাল সাহা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবুল, জেলা কমিটির নেতা একেএম আনিসুজ্জামান, আলমগীর হোসেন, আমজাদ হোসেন, মো. রাকিব, মো. তাইজুল ইসলাম, মো. আলম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে গার্মেন্ট শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা করতে হবে। শ্রমিকদের জন্য রেশন ও আবাসনের ব্যবস্থা করতে হবে। অত্যবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহার করতে হবে। শ্রমিক স্বার্থবিরোধী সকল কালো আইন বাতিল করতে হবে। সকল শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে।
মজুরি বোর্ডের সভায় গার্মেন্ট মালিকদের ১০ হাজার ৪০০টাকা মজুরির প্রস্তাব প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন, মালিকপক্ষ শ্রমিকদের সাথে তামাশা করছেন। মালিক পক্ষের এসব তালবাহানায় কোন লাভ হবে না। আলোচনায় সমাধান না হলে শ্রমিকরা ধর্মঘটে যাবে। এ বিষয়ে সকল শ্রমিক সংগঠনগুলো ঐক্যমতে আছে। সকল শ্রমিকদেরকে ধর্মঘটসহ তীব্র আন্দোলনের প্রস্তুতি নেবার আহ্বান জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :