News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে বন্দর থানা যুব সমাজের বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি : প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩, ১০:৪৮ পিএম ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে বন্দর থানা যুব সমাজের বিক্ষোভ

স্বাধীনতাকামী মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের উপর সন্ত্রাসী ইসরাইলি বাহিনীর অব্যাহত হত্যাযজ্ঞ হামলার প্রতিবাদে বন্দরে বিক্ষোভ ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বাদ জুম্মা নামাজের পর বন্দর থানার ২১নং ওয়ার্ডস্থ সোনাকান্দা কেল্লা জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বন্দরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর সংক্ষিপ্ত পথ সভার মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।

বন্দর থানা যুব সমাজ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন সোনাকান্দা কেল্লা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জুনায়েদ আহাম্মেদ ফয়েজী, সোনাকান্দা বিআইএমটি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা গোলাম মোস্তফা, দড়ি-সোনাকান্দা তিন গুম্বুজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিরাজুল ইসলামসহ বন্দরে বিভিন্ন জামে মসজিদের ইমামগণ।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিনি রক্ত বৃথা যেতে দেব না। আমরা ধিক্কার জানাই ওই ইহুদিদের। যারা নির্বিচারে মানুষ হত্যা করছে। তাদের আগ্রসনের বিরুদ্ধে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আমরা হত্যাযজ্ঞ  হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Islams Group
Islam's Group