News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা ও ইসরায়েলি আক্রমণ বন্ধের দাবি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি : প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩, ০৮:২৫ পিএম ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা ও ইসরায়েলি আক্রমণ বন্ধের দাবি

গাজায় ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা ও ইসরায়েলি আক্রমণ, হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধের দাবিতে শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মিমি পূজা দাস, বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার রুমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সদস্য মোর্শেদা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রস্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নাছিমা আক্তার।

নেতৃবৃন্দ বলেন, ১৯৪৮ সাল থেকে প্রতিদিন ফিলিস্তিনের জনগণের জীবন, সম্পদ, জমি কেড়ে নেয়া, অধিকৃত অঞ্চলে নতুন নতুন ইসরায়েলি বসতি স্থাপন করার ফলশ্রুতিতে ফিলিস্তিনের জনগণ আজ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে কাজের অধিকার সংকুচিত করা, আল আকসা মসজিদে প্রবেশ নিয়ন্ত্রিত করা, ফিলিস্তিনিদের পক্ষের সাংবাদিকদের হত্যা, নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের পদক্ষেপ গাজাবাসীদের অসন্তোষের তীব্রতা বাড়িয়ে তোলে। তার প্রতিক্রিয়ায় হামাসের আক্রমণ এবং ইসরায়েলি পাল্টা আক্রমণে ২০ লাখ গাজাবাসী ফিলিস্তিনির জীবন আজ ভয়াবহ সংকটের মুখে পড়েছে। ইসরায়েলি দখলদারি তৎপরতার চরম মূল্য দিতে হচ্ছে ফিলিস্তিনির জনগণ এবং ইসরায়েলের সাধারণ নাগরিকদের। সাম্প্রতিক ঘটনাকে উপলক্ষ করে নতুন করে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে নির্মম আক্রমণের শিকার ফিলিস্তিনিদের পাশে না দাঁড়িয়ে তাদের উচ্ছেদের ষড়যন্ত্রে মার্কিন এবং ইউরোপের সাম্রাজ্যবাদীরা ইসরায়েলকে সহায়তা করছে।

নেতৃবৃন্দ ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত লড়াইয়ের প্রতি সমর্থন ঘোষণা করেন। নেতৃবৃন্দ জায়নবাদি ইসরায়েল এবং সাম্রাজ্যবাদী মার্কিন ও ইউরোপের ন্যক্কারজনক জোটের বিরুদ্ধে নিপীড়িত গাজাসহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার চক্রান্তের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।

Islams Group
Islam's Group