নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইনকিলাবের সিনিয়র ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টেুর (৫০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেনসহ সকল সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় ইটালীর নেপালি শহরে স্ট্রোক করে তিনি মারা যান। মৃত্যুকালে পরিবারে তাঁর স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রহী রেখে গিয়েছেন।
এর আগে, গত ২৩ মার্চ সকালে নারায়ণগঞ্জ শহরের ২নং বাবুরাইল এলাকায় নিজ বাস ভবনে মতিউর রহমান সেন্টুর একমাত্র ছেলে নারায়ণগঞ্জ হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র সিয়াম রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
আপনার মতামত লিখুন :