নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইনকিলাবের সিনিয়র ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টু (৫০) বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইটালিতে মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মতিউর রহমান সেন্টুর আকস্মিক মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনসহ সকল সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, তাঁর একমাত্র পুত্র মোহাম্মদ সিয়াম রহমান গত ২৩ মার্চ নারায়ণগঞ্জের ২নং বাবুরাইলস্থ নিজ বাসভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। মৃত্যুকালে পরিবারে তাঁর স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রহী রেখে গিয়েছেন।
আপনার মতামত লিখুন :