News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

অত্যাবশ্যকীয় পরিষেবা বিল বাতিলের দাবি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি : প্রকাশিত: জুন ৯, ২০২৩, ০৮:০৬ পিএম অত্যাবশ্যকীয় পরিষেবা বিল বাতিলের দাবি

সংবিধান, আইএলও কনভেনশন ও শ্রমিকের অর্জিত ধর্মঘটের অধিকার পরিপন্থি অত্যাবশ্যকীয় পরিষেবা বিল বাতিল এবং ঈদের আগে শ্রমিকের বকেয়া, জুন মাসের চলতি বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার (৯ জুন) বিকাল সাড়ে ৫টায় শহরে বিক্ষোভ মিছিল ও ২নং রেল গেইটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি এম এ মিল্টন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ।

নেতৃবৃন্দ বলেন, গত ৬ এপ্রিল সংসদে অত্যাবশ্যকীয় পরিরষেবা বিল নামে একটি বিল উত্থাপন করেছেন শ্রম প্রতিমন্ত্রী। শ্রম প্রতিমন্ত্রী কোন বিল উত্থাপন করলে শ্রমিকদের আনন্দিত হওয়ার কথা। কিন্তু তিনি যে বিল উত্থাপন করেছেন তাতে শ্রমিকরা প্রথমে হতবাক, আতঙ্কিত এবং বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। এই বিল আইনে পরিণত হলে শ্রমিকের অধিকার আদায়ে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার ধর্মঘটের অধিকার কেড়ে নেয়া হবে। আইনে উল্লেখিত খাতসমূহে সরকার ইচ্ছা করলে ধর্মঘট বাতিল করতে পারবে। ধর্মঘটের অধিকার, শ্রমিকের সংবিধান, আই.এল.ও কনভেনশনসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার।

নেতৃবৃন্দ আরও বলেন, বিলে ধর্মঘট আহ্বানকারীর চেয়ে সমর্থনকারীর জন্য দ্বিগুণ শাস্তির প্রস্তাব এবং ধর্মঘট আহ্বানকারীদের অর্থনেতিকভাবে সহায়তা করার শাস্তি আরো বেশি করার প্রস্তাব প্রমাণ করে এই আইন শ্রমিকের সামগ্রিক ট্রেড ইউনিয়ন অধিকার সংকুচিত করার উদ্দেশ্য থেকেই প্রণয়ন করতে চাচ্ছে। নেতৃবৃন্দ সংসদের চলতি অধিবেশনেই শ্রমিক স্বার্থ বিরোধী কালো আইন প্রত্যাহার করার দাবি জানিয়ে বলেন, শ্রমিকের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

Islams Group
Islam's Group