নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ পানির ট্যাংকি এলাকায় অবস্থিত ‘শিকড় যুব ও সমাজকল্যাণ সংগঠন’কে যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা অফিস থেকে সরকারি নিবন্ধন সনদপত্র দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) নিবন্ধন সনদপত্রটি উপ-পরিচালক এ.কে.এম শাহরিয়ার রেজা সংগঠনের সভাপতি মো. আজিজুল ইসলাম দিনার ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান হাসিবের হাতে হস্তান্তর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আল জোবায়েদ হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নির্ঝর রাসেল, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রিয়াজুল ইসলাম ও এসো আলোর সন্ধান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নবী হোসেন।
এদিকে, শিকড় যুব ও সমাজকল্যাণ সংগঠন প্রতিষ্ঠার দীর্ঘসময় পর সরকারি নিবন্ধন সনদ লাভ করায় যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা অফিসের উপ পরিচালক এ.কে.এম শাহরিয়ার রেজা, যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, শিকড়ের সকল সদস্য, প্রশাসনের সকল বিভাগ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, শিক্ষকসমাজ, সর্বস্তরের সুধীজনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের কার্য নির্বাহী পরিষদের সভাপতি মো. আজিজুল ইসলাম দিনার ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান হাসিব।
কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. আজিজুল ইসলাম দিনার বলেন, বর্তমানে সংগঠনের কার্য নির্বাহী সদস্য ২৭ জন ও সাধারণ সদস্য আছেন ২৫ জন। উল্লেখিত সদস্যদের নিয়েই শিকড় যুব ও সমাজকল্যাণ সংগঠন সমগ্র জেলাব্যাপী কাজ করার জন্য সরকারি নিবন্ধন লাভ করেছে। আমরা অতীতের মতো আগামীতেও সংগঠনের প্রতিটি সদস্য হাতে হাত রেখে সামাজিক সকল ভালো কাজে এবং শিক্ষনীয়, ধর্মীয়সহ যুব সমাজের উন্নয়নে সংগঠনের পক্ষ থেকে যাবতীয় কার্যক্রম সম্পাদনে কাজ করতে চাই। সেজন্য সমাজের প্রতিটি নাগরিকের অংশগ্রহণপূর্বক সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। তিনি আরও বলেন, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে অনেকগুলো সামাজিক ও সাংস্কৃতিক কর্মকা- পরিচালনা করে আসছে।
সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান হাসিব বলেন, আমরা যুব সমাজকে সাথে নিয়ে, সমাজের কল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজ বদলে দেয়ার মানসে সংগঠনটি প্রতিষ্ঠা করেছি এবং সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি। নিবন্ধন পাওয়ায় সংগঠনের পক্ষে সামাজিক কাজের গতি অনেকগুণ বেড়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, শিকড় যুব ও সমাজকল্যাণ সংগঠনের কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সকল সদস্যদের মাধ্যমে সংগঠন অনেক দূর এগিয়ে যাবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :