নারায়ণগঞ্জে ‘বিশ্ব মেডিটেশন দিবস’ উদযাপন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন নামের এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’।
রোববার (২১ মে) খানপুর মহসিন ক্লাব মাঠে আনন্দঘন পরিবেশে এ দিবসটি উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশন নারায়ণগঞ্জ শাখার সদস্যবৃন্দ।
এ বিষয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন নারায়ণগঞ্জ শাখার অর্গানিয়ার মো. মিজানুর রহমান জানান, ভোর থেকেই পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের নিয়ে কোয়ান্টাম গ্রাজুয়েট, প্রো-মাস্টার ও এসোসিয়েটবৃন্দ এতে অংশ নেন। এছাড়াও মাঠে প্রাতঃভ্রমণে আসা অনেকেই অত্যন্ত উৎসাহ ও আনন্দের সাথে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনা, প্রত্যায়ণ পাঠ, প্রাণায়ন চর্চা ও মেডিটেশনের আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :