News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

সুজাউদ্দিন আহমেদ বাদলের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি : প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০৭:৪১ পিএম সুজাউদ্দিন আহমেদ বাদলের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

সাবেক বাসদ নেতা ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক সুজাউদ্দিন আহমেদ বাদলের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের  উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল ৪টায় ২নং রেলগেটস্থ বাসদ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক প্রদীপ সরকারের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ নারায়ণগঞ্জ জেলা সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, ন্যাপ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহ সভাপতি ধীমান সাহা জুয়েল, শ্রুতি সাংস্কৃতিক একাডেমি জেলা সভাপতি মাইনউদ্দিন মানিক, প্রগতি লেখক সংঘ জেলা সভাপতি জাকির হোসেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি সেলিম মাহমুদ, কবি রঘু অভিজিৎ রায়, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা সাধারাণ সম্পাদক সুলতানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুন্নি সরদার, চারণের জেলার সদস্যসচিব জামাল হোসেন, চারণের সদস্য বেলাল হোসাইন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সুজাউদ্দিন আহমেদ বাদল এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রনেতা ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনে সক্রিয় নেতৃত্বে ছিলেন। চূড়ান্ত অবক্ষয় অপসংস্কৃতির এই সময়ে উন্নত রুচি সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সংগঠিত করার দ্বায়িত্ব পালন করেন। বর্তমান পুঁজিবাদী সমাজের শোষণ বঞ্চনা বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলায় আমৃত্যু নেতৃত্বকারী ভূমিকা পালন করেন। সুজাউদ্দিন বাদলের স্বপ্ন ছিল পুঁজিবাদ উচ্ছেদ করে শোষণ মুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা। আজকে শোষণ মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমেই সত্যিকার অর্থে সুজাউদ্দিন বাদলকে শ্রদ্ধা জানানো হবে।

Islams Group
Islam's Group