News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

১৪নং ওয়ার্ড যুব আন্দোলনের সম্মেলন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি : প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৫:১৪ পিএম ১৪নং ওয়ার্ড যুব আন্দোলনের সম্মেলন

ইসলামী যুব আন্দোলন নাসিক ১৪নং ওয়ার্ড শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শাখা সভাপতি হুসাইন মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় দেওভোগ পানির ট্যাংকি স্কুল মাঠে শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এইচএম রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি তারেক আহমেদ বাবলু ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ১৪নং ওয়ার্ড শাখার সভাপতি মো. মজিবর রহমান।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশের যুব সমাজকে বাঁচাতে হলে ইসলামী যুব আন্দোলনের বিকল্প নেই। যে সকল যুবকরা আজ দেশের নেতৃত্ব দেবেন, সেই যুবকরা আজ মাদকে আসক্ত হয়ে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। মাদকাসক্ত ব্যক্তি সুচিন্তিত মতামত ব্যক্ত করতে পারে না। মাদকাসক্ত যুব সমাজকে ফিরিয়ে আনতে ইসলামী যুব আন্দোলনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সম্মেলন শেষে নাসিক ১৪নং ওয়ার্ড শাখার ২০২৩-২০২৪ সেশনের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মুহাম্মদ ওমর ফারুক, সহ সভাপতি মুহাম্মদ জানে আলম ও সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ উৎস রহমান নির্বাচিত হন।

Islams Group
Islam's Group