News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

চেম্বার অব কমার্সের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি : প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ০৮:৩৭ পিএম চেম্বার অব কমার্সের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শত্বাব্দির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে শুক্রবার (১৭ মার্চ) বিকাল ৫টায় চেম্বার ভবনে দোয়া মাহ্ফিল ও কেক কাটার অনুষ্ঠান আয়োজন করা হয়।

এসময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ, বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, স্থিতিশীলতা, উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মো. খালেদ হায়দার খান, সিনিয়র সহ সভাপতি মো. মোরশেদ সারোয়ার সোহেল, সহ সভাপতি সাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, পরিচালক হোসনে আরা বাবলী, খন্দকার সাইফুল ইসলাম, সোহেল আক্তার সোহান, জাকারিয়া ওয়াহিদ, মো. সেলিম হোসেন, মোহাম্মদ আবু জাফর, সাবেক পরিচালক অ্যাডভোকেট সুলতান উদ্দিন নান্নু, ফারুক বিন ইউসুফ পাপ্পু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সদস্য ও কর্মচারী-কর্মকর্তারা।

এদিকে, সকাল সাড়ে ৬টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কর্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মো. মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক সোহেল আক্তার সোহান, জাকারিয়া ওয়াহিদ, মো. সেলিম হোসেন প্রমুখ।

Islams Group
Islam's Group