News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

‘নৌযান শ্রমিকদের ঠকানোর কথা চিন্তা করবেন না’


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপনডেন্ট প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ১১:৩৪ পিএম ‘নৌযান শ্রমিকদের ঠকানোর কথা চিন্তা করবেন না’

বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেছেন, নৌপথের শ্রমিকরা মাত্র ৯ হাজার টাকা বেতন পায়। কিন্তু বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে এই অল্প বেতনে পরিবার পরিজন নৌ শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। কিছুদিন আগে সরকারের সঙ্গে অনেক দেন দরবারের পরে শ্রমিকদের বেতন ৬০শতাংশ বৃদ্ধি করা হয়। অথচ মালিকরা এটা মানে না। মালিকরা বক্তব্য দিয়েছে তারা নাকি না খেয়ে থাকে। তারা নাকি দেউলিয়া হয়েছে। মালিকদের উদ্দেশ্যে বলতে চাই শ্রমিকদের ঠকানোর কথা চিন্তুা করবেন না। শ্রমিকরা আপনাদের পিতৃতূল্য মনে করে কিন্তু আপনাদের শ্রমিকদের নিয়ে সবসময় তুচ্ছতাচ্ছিল্য করেন। শ্রমিকরা বাড়িতে পরিবার পরিজন রেখে মালিকদের নৌযান রক্ষায় ছুটে যায় নানাসময় হামলা নির্যাতনের শিকার হন। অথচ শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিরাশ হবেন না ঐক্যবদ্ধ থাকবেন। আমরা ৬০ শতাংশ মজুরী বৃদ্ধির বিষয়টি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবনা।

মঙ্গলবার ১৪ মার্চ বিকেলে শীতলক্ষ্যা নদীর তীরে নারায়ণগঞ্জ শহরের ৫নং খেয়াঘাট এলাকায় বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন সবুজ শিকদার। বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মঈন মাহমুদ, নারায়ণগঞ্জ নৌ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু মাষ্টার, কবির হোসেন, আক্তার হোসেন, সাইফুল ইসলাম, তৈয়ব আকন প্রমুখ।

Islams Group
Islam's Group