‘রেলওয়ে কল্যাণ ট্রাস্ট’র নির্মাণ কাজ দ্রুত বন্ধের দাবিতে বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় ১নং রেল গেটের সামনে ভূমি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে ভূমি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের পক্ষে ধীমান সাহা জুয়েলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে রেলওয়ে, রাজউক, বিআইডব্লিউটিএ, জেলা পরিষদ, রোডস অ্যান্ড হাইওয়েসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত ভূমি আত্মসাতের জন্য স্থানীয় চিহ্নিত কতিপয় ভূমিদস্যু তৎপর রয়েছে। এসব প্রতিষ্ঠানের কিছু অসাধু কিছু কর্মকর্তার সাথে যোগসাজশে এ চক্রটি ইতিমধ্যে নারায়ণগঞ্জে বহু জায়গা-জমি আত্মসাৎ করেছে। চক্রটি ১নং রেলগেটের কাছে রেলওয়ের ৪৭ হাজার দুইশ বর্গফুট জায়গা ‘রেলওয়ে কল্যাণ ট্রাস্ট’ নামক সংগঠনের নামে আত্মসাতের জন্য দীর্ঘদিন ধরে পাঁয়তারা করছে। চক্রটি দশ বছর আগেও মার্কেট নির্মাণ করে এ জায়গাটি আত্মসাতের চেষ্টা করেছিল। তখন ব্যর্থ হয়ে এখন আবার তাঁরা সেখানে মার্কেট নির্মাণ করতে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :