News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ১৬ মাঘ ১৪২৯
নগরবাসীর ক্ষোভ

বাতি নাই মশা বাড়ছে ড্রেন অপরিস্কার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্পেশাল করেসপন্ডেন্ট প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ১০:০১ পিএম বাতি নাই মশা বাড়ছে ড্রেন অপরিস্কার

বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায় করতে গিয়ে সুধীসমাজ ও ব্যবসায়ীদের অভিযোগের মুখে পড়তে হচ্ছে নাসিক এর বিশেষ টিমকে। বকেয়া আদায় অভিযানে গিয়ে টিম সদস্যরা সরাসরি জনগণের নানা অভিযোগের মুখে পড়ছেন। অধিকাংশ স্টেক হোল্ডার অভিযোগ করছেন নাসিক এর পরিষেবা নিয়ে। ঠিকমত ড্রেন পরিস্কার করা হয় না। মহল্লায় ছিটানো হয়না মশার ওষুধ। রাতে রাস্তায় থাকেনা পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা। সম্প্রতি এমন শক্ত অভিযোগ উঠেছে ৮নং ওয়ার্ড থেকে। সেখানকার একজন বাড়ি মালিক খুব কড়া ভাষায় বেকায়দায় ফেলে দেয় নাসিক এর বকেয়া আদায়কারী টিম সদস্যদের।

Islams Group
Islam's Group