News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১৪ আশ্বিন ১৪২৯

আমার কোনো অনুষ্ঠান থাকলেই বিদ্যুৎ চলে যায়: আইভী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ০৪:১৮ পিএম আমার কোনো অনুষ্ঠান থাকলেই বিদ্যুৎ চলে যায়: আইভী

নগরীজুড়ে চলমান লোডশেডিংয়ের মধ্যে এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে লোডশেডিংয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নগরীর আলী আহমেদ চুনকা নগর পাঠাগারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। এ সময় বাজেট ঘোষণার মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে মেয়র বক্তব্য দেওয়া শুরু করলে বিদ্যুৎ চলে যায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

মেয়র বলেন, আমার কোনো অনুষ্ঠান থাকলেই বিদ্যুৎ চলে যায়। এটা বারবার কেন আমার অনুষ্ঠানেই হয় আমি জানি না।

এদিকে গত কয়েকদিন যাবৎ নারায়ণগঞ্জে লাগামহীন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানেও একই চিত্র দেখা গেল। এ সময় পুরো পাঠাগার অন্ধকার হয়ে পড়ে। প্রায় ১০ থেকে ১৫ মিনিট অন্ধকারে থাকে পাঠাগার। এ সময় বাজেট ঘোষণা থামিয়ে অপেক্ষা করেন মেয়রসহ অন্যরা।

পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ২০২২-২০১৩ অর্থবছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছেন।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা আয় এবং মোট ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা উদ্বৃত্ত থাকবে।

Islams Group
Islam's Group