নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে আহম্মদ উল্লাহ মৃদুল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মৃদুল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের নিতাইগঞ্জ নলুয়াপাড়া এলাকার মো. ওবায়েদ উল্লাহ’র ছেলে। পেশায় সে গম ব্যবসায়ী ছিল। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশের উপ-পরির্দশক (এসআই) মোস্তফা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি পচন ধরে যাওয়ায় কোনো আঘাতের চিহ্ন বুঝা যায়নি। পরিচয় শনাক্ত করেছে তার পরিবার। সেই সাথে ময়নাতদন্তের জন্য লাশ সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট আসলে বিস্তারিত বলতে পারবো।
আপনার মতামত লিখুন :