বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার শেষ সময়ে ফতুল্লায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বিত্তরা। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের রেজিস্ট্রি অফিসের সামনে এই ঘটনা ঘটে। শাহ সিমেন্ট কোম্পানির ওই কাভার্ডভ্যানটির (ঢাকা মেট্রো উ ১১-১৫০৮) পেছনের চারটি চাকা পুড়িয়ে দেয়া হয়। ঘটনাস্থল থেকে মাত্র তিনশত মিটার দূরেই জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের নারায়ণগঞ্জ মুখী অংশের ইউটার্ন পয়েন্টে আগুন দেয়া হয় কাভার্ডভ্যানটিতে। রাতের অন্ধকারে কে বা কারা এই আগুন দিয়েছে তা উপস্থিত কেউই বলতে পারেনি। আগুনের ঘটনায় আশেপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। আধা ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় নারায়ণগঞ্জ মুখী যান চলাচল।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের দুটি টিম এবং মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে পাঁচ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলে। কাভার্ডভ্যানটি খালি থাকায় কোন চাকা ব্যাতিত তেমন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ভ্যানটিতে আগুন দেয়া হলেও ভাঙচুর চালায়নি দুর্বিত্তরা।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া বলেন, ‘আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে। আগুন দ্রুতই নিভিয়ে ফেলা হয়েছে। ধারনা করা হচ্ছে অবরোধ সমর্থকরা এই আগুন দিয়ে থাকতে পারে। এই বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।’
আপনার মতামত লিখুন :