News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

নিতাইগঞ্জ ও হোসিয়ারী ব্যবসায় স্থবিরতা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ১১:২৭ পিএম নিতাইগঞ্জ ও হোসিয়ারী ব্যবসায় স্থবিরতা

বিএনপির ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জ শহরে যান চলাচল স্বাভাবিক ছিল। একই সাথে খোলা ছিল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন দোকান খোলা থাকলেও অবরোধের কারণে বেচাকেনা নেই বললেই চলে।

সরেজমিনে ঘুরে শহরে নয়ামাটি, উকিলপাড়া ও নিতাইগঞ্জের ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা এমনটাই দাবি করেন। মূলত অবরোধে মহাসড়কে যান চলাচল কমে যাওয়ায়, বিভিন্ন জেলা থেকে ক্রেতা না আসতে পারায় বিক্রি হচ্ছে না বলে ধারণা সকলের।

নয়ামাটির পোশাক ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, সারা বছর যেমন-তেমন। শীতের আগে আমরা অনেক টাকার পোশাক বিক্রি করে থাকি। তবে অবরোধের কারণে তিনদিন ধরে কোনো ক্রেতা আসছে না। আসবে কিভাবে বলেন? রাস্তাঘাটে ঠিকমতো গাড়ি চলে না। আবার ধরেন আমাদের এখান থেকে মাল কিনে নিয়ে যাওয়ার সময় যদি গাড়িতে আগুন দেয়, সেটার একটা ভয় কাজ করছে। সেজন্য আমাদের বেচাকেনা বলতে গেলে অনেক কম।

উকিলপাড়ার অপর এক হোসিয়ারী ব্যবসায়ী দৌলত হোসেন বলেন, সারাদিন দোকান খুইলা মশা মারি। একটা ক্রেতাও আসে না। আমাদের হোসিয়ারী পণ্য দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়। পাইকাররা আইসা কিনে নিয়ে যায়। কিন্তু অবরোধ চললে কে আসবো। বাস চালু থাকলেও তো কেউ ভয়ে আসবো না। দেখি আর একদিন আসে অবরোধ। তারপর যদি বেচাকেনা একটু বাড়ে।

দেওভোগ মার্কেট হোসিয়ারী মালিক সমিতির সভাপতি জি.এম আরাফাত বলেন, আমাদের হোসিয়ারী পণ্যটা আসলে বিভিন্ন জেলায় যায়। ক্রেতারা নারায়ণগঞ্জ এসে বিভিন্ন দোকান থেকে কিনে নিয়ে যায়। কিন্তু এখন যেহেতু অবরোধ চলছে তাই স্বাভাবিকভাবেই কিছুটা সমস্যা হচ্ছে। তবে এমনিতে পরিস্থিতি ঠিকই আছে। একবারে যে ব্যবসার করুণ অবস্থা তা নয়।

অন্যদিকে পাইকারি মোকাম নিতাইগঞ্জের ব্যবসায়ীরাও জানিয়েছেন একই কথা। তারা জানান, অবরোধের কারণে ঝুঁকি এড়াতে আগের তুলনায় পণ্য পরিবহন অনেক সীমিত করা হয়েছে।

চালউল ব্যবসায়ী মোহাম্মদ সমির কর বলেন, আমাদের পণ্য নৌপথে নারায়ণগঞ্জ আসে। তাই অবরোধের কারণে আমদানিতে কোনো সমস্যা নেই। তবে যেহেতু বিক্রিটা দেশের বিভিন্ন জেলায় করি তাই অবরোধের জন্য এতে সমস্যা হচ্ছে। কেউ যদি বলে ব্যবসা ঠিকই আছে, তাহলে সেটা ভুল। আমরা দূরের জেলাগুলোতে ট্রাকে মাল পাঠাতে পারছি কম। মানে আমাদের দোকান পাট খোলা আছে তবে বেচাকেনা নেই। এই হচ্ছে অবস্থা।

Islams Group
Islam's Group