News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

লরি উল্টে পড়লো যাত্রীবাহী বাসে, নারীর মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩, ১১:৪৩ পিএম লরি উল্টে পড়লো যাত্রীবাহী বাসে, নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লরি উল্টে যাত্রীবাহী বাসের উপর পড়ায় কান্তি রানী নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় এবং আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, শুক্রবার রাতের দিকে চট্টগ্রামমুখী লেনে লরিটি চলন্ত অবস্থায় উল্টে গিয়ে সামনে থাকা এক যাত্রীবাহী বাসের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যাই। মরদেহটি থানায় নেওয়া হয়েছে এবং আহতদের ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Islams Group
Islam's Group