News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না করলে কঠোর হবে জেলা প্রশাসন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ১১:০৯ পিএম সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না করলে কঠোর হবে জেলা প্রশাসন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, যারা সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করবে না তাদেরকে আইনের আওতায় আনা হবে। এখানে কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়া হবে। মজুতদারি করা যাবে না।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলার কৃষি বিপণন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, মানুষ হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে। আমাদের শক্ত হতে হবে। আমাদের অতিরিক্ত ব্যবসার দরকার নেই। যদি আমার দ্বারা মানুষের ক্ষতি হয় তাহলে আমাদেরও একদিন সে ক্ষতির সম্মুখীন হতে হবে। সকলকেই আইন মানতে হবে। নিজেদের সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, সবাই যদি সচেতন না হয় শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য একটি চক্র চাইবে দাম বাড়ানোর জন্য। যারা ব্যাবসায়ী সংগঠনের নেতারা আছেন তাদের উচিত নিজ দায়িত্বে বাজার মনিটরিং করা। তাদেরকে ব্যবসায়ীদের স্বার্থ দেখার পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থও দেখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বী, নারায়ণগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক (দায়িত্বপ্রাপ্ত) আসমা উল হোসনা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান ও বিভিন্ন ব্যবসায়ীরাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

Islams Group
Islam's Group