News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৬:২৮ পিএম সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় বাচ্চু মিয়া (৫৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন।

নিহত বাচ্চু মিয়া কুড়িগ্রামের রাজারহাটের মৃত আবুল মিয়ার ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, বৃহস্পতিবার সকালের দিকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি একটি রিকশাকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই রিকশাচালকের মৃত্যু হয়। ঘটনা ঘটা মাত্রই কাভার্ডভ্যানটি রেখে চালক-হেলপার পালিয়ে যান। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Islams Group
Islam's Group