News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

সড়ক দুর্ঘটনায় নিহত ১


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৮:০৭ পিএম সড়ক দুর্ঘটনায় নিহত ১

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. মোফাজ্জেল হাওলাদার (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে কে বা কারা মোফাজ্জেলকে মৃত অবস্থায় শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের সামনে ফেলে রেখে যায়। পরে জরুরী বিভাগের কর্তৃপক্ষ সদর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ হাসপাতালের জরুরী বিভাগের সামনে থেকে মৃত মোফাজ্জেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত মোফাজ্জেল হাওলাদার বরিশালের গৌরনদী এলাকার আকুব আলী হাওলাদারের ছেলে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই সফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তিটি মারা গেলে তার লাশ কে বা কারা শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের সামনে ফেলে রেখে যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। নিহতের পরিবার আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Islams Group
Islam's Group