News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

ময়লার পাহাড় বিপাকে কাউন্সিলর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১০:৫৭ পিএম ময়লার পাহাড় বিপাকে কাউন্সিলর

নারায়ণগঞ্জ শহরের বাসাবাড়িসহ বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন উৎপন্ন হওয়া কয়েক টন বর্জ্য ট্রাকের মাধ্যমে ডাম্পিং হয় ১৮ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সড়কের পাশের একটি বিশাল খালি স্থানে। দীর্ঘদিন ধরে ময়লা ফেলতে ফেলতে সেখানে এখন ময়লার স্তুূপ পাহাড়ে পরিণত হয়েছে। যার ফলে আশপাশের অসংখ্য এলাকাবাসী চরম ভোগান্তি পোহাচ্ছে।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে ময়লার দুর্গন্ধে কয়েকটি এলাকার মানুষের জীবন যায় যায় অবস্থা। তাই অন্তত এলাকাবাসীর জনস্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে হলেও দ্রুত ময়লার ভাগাড় এখান থেকে সরিয়ে নেওয়া জরুরী।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শহীদ নগর, মেম্বার গলি, আল-আমিন নগর, পাঠান নগর ও সুকুমপট্টি এলাকার ঠিক মাঝখানে অবস্থিত অস্থায়ী ময়লার ডাম্পিংটি। সেখানে নাসিকের ফেলা হয়েছে প্লাস্টিক, পলিথিন, পঁচনশীল, অপঁচনশীল ও টেক্সটাইলসহ সকল ধরনের ময়লা।

মেম্বারপট্টির স্থানীয় বাসিন্দা আফজাল মিয়া বলেন, এই ময়লার ডাম্পিং পয়েন্টের পাশে তিনটি বিশাল এলাকা আছে। এখানে হাজার হাজার মানুষ থাকে। তারপরও কিভাবে এই এলাকায় এতো বড় ময়লার ডাম্পিং করার পরিকল্পনা করলো সিটি করপোরেশন তা আমাদের মাথায় ঢুকেনা। আমাদের মহল্লার ঘরে ঘরে অসুস্থ মানুষ। যখন ভেকু দিয়ে ডাম্পিংয়ের ময়লা সরায় তখন দুর্গন্ধে আমরা কান্না করি। তারপরও বসবাস করছি। এখন চাইলেই তো নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যেতে পারবো না। এটা আমাদের অনেক ক্ষতি করছে। আমাদের ছেলে মেয়েরা রাতে লেখাপড়া করতে পারেনা। ঘুমাতে পারেনা।

মোহাম্মদ সোহেল নামে মেম্বারপট্টির আরেক বাসিন্দা বলেন, কাউন্সিলর সাহেব নির্বাচনের সময় কইছে, পাশ কররে এটা সরাইয়া নিব। কিন্তু এখন তো কোনো খবর নাই। কতদিন হইলো এই ময়লা এখানেই আছে। দুর্গন্ধে আমাদের অসুখ হচ্ছে বাড়িতে তো থাককেই পারিনা। আমাদের এলাকা আগে সুন্দর ছিল। কিন্তু এখন পরিকল্পিতভাবে সিটি করপোরেশন শহীদ নগরে ময়লার ভাগাড় বানাইসে।

জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর কামরুল হাসান মুন্না বলেন, আপনি কি জানেন নারায়ণগঞ্জে ময়লা কোথায় যায়? এখানে প্রতিদিন ১০০ ট্রাক ঢুকে ময়লার। সেদিন মেয়র মহোদয় বলেছেন সিদ্ধিরগঞ্জে যেই পাওয়ার প্লান্টের কাজ হওয়ার কথা সেটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তার মানে এখানকার ময়লা সরানোর জন্য যেই পরিকল্পনা ছিল সেটা আর হচ্ছে না। এটার জন্য ওনি (মেয়র) আমাকে বেশ কয়েকবার সময় দিয়েছে। কিন্তু সেদিন তিনি নিজেই ঘোষণা দিল এটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। শুধু আমার ওয়ার্ডের ময়লা হতো তাহলে বুঝতাম। সকল ওয়ার্ডের ময়লা কেন নেবো। তাই সামনে প্রয়োজনে আমি ময়লার ট্রাক আটকে দিবো।

Islams Group
Islam's Group