News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

একদিনের জন্য ফাঁকা ছিল ফুটপাত ছিল না যানজট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১০:৫২ পিএম একদিনের জন্য ফাঁকা ছিল ফুটপাত ছিল না যানজট

দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ শহরের ফুটপাত হকারমুক্ত করার জন্য নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমানের সঙ্গে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভির মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এই হকার ইস্যুতেই শামীম ওসমানের সঙ্গে ২০১৮ সালে লঙ্কাকান্ড ঘটনা ঘটে। তবুও শহরের ফুটপাত হকারমুক্ত হয়নি। নারায়ণগঞ্জবাসী বারবার ফুটপাত হকারমুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী গড়ে তোলার জন্য দাবি জানিয়ে আসছে। তারপরও সাধারণ মানুষের এই দাবি ভ্রূক্ষেপই করেন না প্রশাসন। বরং দিনের পর দিন সাধারণ মানুষকে কষ্ট দেওয়া হয়েছে। তবে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত শামীম ওসমানের গণসমাবেশকে কেন্দ্র করে ভিন্ন চিত্র দেখা গেলো নারায়ণগঞ্জে। এদিন গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাই শহর যানজটমুক্ত ও নিরাপত্তা জোরদার করতে ফুটপাতে কোনো হকার বসতে দেওয়া হয়নি। তাছাড়া হকারদের মিছিল দেখা গেছে সমাবেশে। আগের দিন রাতেই হকার নেতা রহিম মুন্সী মাইকিং করে হকারদের মিছিলে থাকার আহবান রাখেন এবং দোকানদারী না করার নির্দেশ দেন।

এদিন ফুটপাত হকারমুক্ত দেখে অবাক নগরবাসী। দীর্ঘদিন পর নগরবাসী স্বাচ্ছন্দে ফুটপাতে চলাচল করতে ভীষণ খুশি। এদিকে ফুটপাত হকারমুক্ত থাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে পথচারীরা ফুটপাত দিয়েই চলাচল করে। এর ফলে সড়কেও ছিল না কোনো যানজট। পুরো শহরই অনেকটা ফাঁকা ছিল। সচরাচর নারায়ণগঞ্জের প্রধান সড়কে এমন দৃশ্য দেখা যায়নি।

তবে নগরবাসীর আক্ষেপ, নারায়ণগঞ্জে মন্ত্রী আসবে বলে তার কথা চিন্তা করে শহর যেভাবে হকারমুক্ত রাখা হলো আমাদের কথা চিন্তা করেও যদি প্রশাসন একই ভূমিকায় অবতীর্ণ হতো তাহলে শহরে চলাচল করতে গিয়ে কোনো দুর্ভোগের শিকার হতো না।

তাদের মতে, ফুটপাত হকারমুক্ত করতে এতোদিন প্রশাসন দুর্বলতা দেখালেও ১৬ সেপ্টেম্বরের এই জনসমাবেশের কারণে প্রমাণ হয়েছে ফুটপাত চাইলেই হকারমুক্ত করা যায়। শুধুমাত্র প্রশাসনের সদিচ্ছার প্রয়োজন হয়।

এর আগে গত ১১ সেপ্টেম্বর নাসিক নগর ভবন অডিটোরিয়ামে সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে ফুটপাত হকারমুক্ত কেনো করা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, দিগু বাজারে আজ থেকে চাঁদাবাজি হয় না। দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজি চলে আসছে। বাজার বসতে বসতে শায়েস্তা খান রোডকে বাজার বানিয়ে ফেলেছে। নারায়ণগঞ্জে কে চাঁদাবাজি করে তা সবাই জানে। সবার চোখের সামনে ২০১৮ সালে হকার নামধারী কতিপয় লোকজন কিভাবে আমাদের মারধর করলো। আপনাদের সামনেই পড়ে রইলাম, আপনাদের প্রেস ক্লাবেই গিয়ে পড়ে রইলাম। সাংবাদিকরা আহত হলেন। এরপরও কি আপনারা বলবেন হকার উচ্ছেদ করতে আমি সিটি করপোরেশনের লোকজন পাঠাবো। ফুটপাতের লোক কি পরিমাণ এগ্রেসিভ তা আপনারা ভালো করেই জানেন। এই ঘটনায় মামলা করা হলো। ঘটনার এক বছর পর হাইকোর্টের নির্দেশে মামলা হয়। ফুটপাত হকারমুক্ত করা পুলিশের দায়িত্ব। যানজট নিরসন করা পুলিশের দায়িত্ব। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নয়। এই শহরে মেয়র বললে কিছু হয় না, সাংবাদিক বললে কিছু হয় না, নাগরিক বললে কিছু হয় না। একমাত্র নারায়ণগঞ্জের দুই এমপি বললে প্রশাসন কাজ করে। আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য উনি প্রকাশ্যে যেভাবে হকারদের অর্ডার দেন ফুটপাতে হকাররা বসবেই। প্রেস ক্লাব অসহায় কিনা আমি তা জানি না। কিন্তু আমি অসহায়। কারণ আমি আমার নিজস্ব লোকদের নিয়ে মাইরের শিকার হয়েছি।নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আমাকে পিটিয়েছিল, রাস্তায় ফেলে পিটিয়েছিল। এদিন অল্পের জন্য আমি বেঁচে গিয়েছিলাম। তারপরও আমি থেমে নাই। আমি একটা কথা বললে এসপি সাহেব শুনবে না, ডিসি সাহেব শুনবে না। কারণ আমার তো বাহিনী নেই। আমি তো কাউকে পিস্তল দিতে পারবো না। আমি শুধু সাধারণ মানুষদের নিয়ে প্রতিবাদ করতে পারবো। 

Islams Group
Islam's Group