News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

ডনচেম্বারে কৃষকের বাজার টিকিয়ে রাখার দাবি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বিশেষ প্রতিনিধি : প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১১:২০ পিএম ডনচেম্বারে কৃষকের বাজার টিকিয়ে রাখার দাবি

নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডের ডনচেম্বারে কাউন্সিলর কার্যালয়ের পাশের সড়কে বসা কৃষকের বাজারটি টিকিয়ে রাখার দাবি জানিয়েছেন বাজার কমিটির প্রতিনিধিরা। বাজারে আগত কৃষকদের নিরাপত্তাসহ আনুষাঙ্গিক সুবিধাদি প্রদানের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ১২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার পঞ্চায়েত নেতৃবৃন্দ। পাশাপাশি বাজারে ভোক্তাদের আকৃষ্ট করতে মাছ মাংস দুধ ডিমসহ নানা সামগ্রীও অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, ২০২২ সালের ২ সেপ্টেম্বর নেদারল্যান্ডস সরকারের সহায়তায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষিসংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ডের নিমতলী এলাকায় কৃষকের বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিকের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। উদ্বোধনকালে মেয়র বলেন, আমরা প্রতিদিন বিষই খাচ্ছি। আমরা কিন্তু প্রতিবাদও করছি না। আমরা খুব বেশি সহ্য করি। আমরা কি খাচ্ছি সে বিষয়ে কিন্তু কারো নজর নাই। রেষ্টুরেন্টেই বলেন বাজারেই বলেন আবার ওষুধের ক্ষেত্রেও বলেন। এখন চিন্তা করতে পারেন ওষুধের ভিতর আটা ময়দা মিক্স করে বিক্রি করছে। প্যারাসিটামল থেকে শুরু করে প্রচুর নকল জিনিস আমরা খাচ্ছি। আমি ভেজাল খাদ্যের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার। পৃথিবীর অনেক দেশ রয়েছে যেখানে খাদ্যে ভেজাল করলে ফাঁসির দণ্ড। মার্ডার করলে সেখানে কম শাস্তির বিধান কিন্তু খাদ্যে ভেজাল করলে ফাঁসি। কারণ এই খাবারে ভেজালের মাধ্যমে একটি জাতিকে ধ্বংস করে দেয়া হচ্ছে। এ কারণে খাবারে ভেজাল করলে ফাঁসির দণ্ডের বিধান। আমাদের তো প্রতিটি খাবারেই ভেজাল।

আইভী আরও বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও নিরাপদ খাদ্য বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কৃষকের বাজারে সরাসরি কৃষক কর্তৃক নিরাপদ খাদ্য ভোক্তাদের কাছে পৌঁছে দেয়া সম্ভব। এতে ভোক্তাদের নিরাপদ খাদ্যের চাহিদা পূরণ হবে, কৃষক পণ্যের সঠিকমূল্য পাবেন এবং স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হবে। প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বক্তাবলী ইউনিয়ন থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যাচাইকৃত ১০ জন নিরাপদ চাষী তাদের উৎপাদিত সবজি এবং ফলমূল এ বাজারে বিক্রি করবেন। তিনি ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ কর্তৃপক্ষকে এই মহৎ কাজে এগিয়ে আসায় ধন্যবাদ জানান।

এদিকে এরপর ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয় সংলগ্ন সড়কে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে এলাকাভিত্তিক আরও একটি কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে। নেদারল্যান্ডস সরকারের সহায়তায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষিসংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে কৃষকের বাজারটি প্রতি শুক্রবার বসছে।

এদিকে দীর্ঘদিন ধরে একটি বিদেশি এনজিও’র প্রকল্পের অধীনে শহরে দু’টি কৃষকের বাজার চলমান থাকলেও গত ১৮ মে শেষ হয় প্রকল্পের মেয়াদ। প্রকল্পের অধীনে দু’টি কৃষকের বাজারে পণ্য নিয়ে আসার যে ট্রান্সপোর্ট খরচ, তাদের নাস্তার বিল ও প্রতি বাজারে ৩ জন করে স্বেচ্ছাসেবকদের পারিশ্রমিক এনজিও এর পক্ষ থেকে দেয়া হতো। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় পর থেকে সেই সুবিধাগুলো কৃষকরা ও স্বেচ্ছাসেবকরা আর পাচ্ছে না। সংশ্লিষ্টদের প্রত্যাশা ছিল অন্তত কৃষকদের পণ্য আনা নেয়ার ক্ষেত্রে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে ট্রান্সপোর্টেশন সুবিধা পাবে। কিন্তু এ বিষয়ে কোন সহযোগিতার আশ্বাস নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ দেয়নি। বর্তমানে কৃষকরা নিজেরাই নিজ খরচে পণ্য আনছে। কাউন্সিলর শওকত হাশেমের একজন স্বেচ্ছাসেবক বিনা পারিশ্রমিকে সহযোগিতা করছে। তবে আনুষাঙ্গিক সুবিধাদি না পাওয়ায় বর্তমানে কমে গেছে কৃষকদের আগমন। পূর্বে যেখানে ১০ জন কৃষক বসতো বর্তমানে বসছেন ৩ থেকে ৪ জন।

এদিক বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয় সংলগ্ন মাতৃসদনের সম্মেলনকক্ষে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে এলাকাভিত্তিক কৃষকের বাজার কমিটির সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম শকুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের নারায়ণগঞ্জের ফুড সিস্টেম সিটি কো-অর্ডিনেটর মো. আনোয়ারুল ইসলাম, মার্কেট সুপারভাইজার শাহাদাৎ হোসেন তালুকদার, অংশীজনদের মধ্যে বক্তব্য রাখেন ডনচেম্বার পঞ্চায়েতের সভাপতি নজরুল ইসলাম নজর, সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম, ইসমত হাশেম, কাঠ ব্যবসায়ী সমিতির নেতা অ্যাডভোকেট মফিজুল ইসলাম, মোহাম্মদ ইসহাক, মিশনপাড়া পঞ্চায়েতের যুগ্ম মহাসচিব জাহিদ আহমদ, চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক শরীফ সুমন, নারীনেত্রী জোহরা বেগম প্রমুখ।

সভায় উপস্থিত বাজার কমিটির সদস্যরা বলেন, বর্তমানে বাজারে কৃষকদের উপস্থিতিও কমে গেছে। যে কারণে ভোক্তাদের মধ্যেও সংশয় দেখা দিয়েছে। বাজারটি টিকিয়ে রাখতে হলে এতে শাকসবজির পাশাপাশি মাছ মাংস দুধ ডিমও নিয়ে আসতে হবে। ভোক্তাদের মধ্যে প্রচারণাও বাড়াতে হবে।

ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের নারায়ণগঞ্জের ফুড সিস্টেম সিটি কো-অর্ডিনেটর মো. আনোয়ারুল ইসলাম বলেন, কৃষকদের সুবিধা দেয়ার প্রকল্পটি বন্ধ হলেও আমরা ঠিকই প্রতি শুক্রবার মনিটরিং করেছি। তবে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সম্পর্কিত একটি কমিটি করেছে। রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জে যেসব কৃষকের বাজার রয়েছে সেগুলোকে টিকিয়ে রাখতে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। যার প্রধান হিসেবে রয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন উপ-সচিব। এতে বিভিন্ন সিটি করপোরেশনের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা থাকবে।

সভাপতির বক্তব্যে কাউন্সিলর শওকত হাশেম শকু বলেন, বাজারটি টিকিয়ে রাখতে হলে এতে শাক সবজির পাশাপাশি মাছ মাংস দুধ ডিম সম্পৃক্ত করার কোন বিকল্প নেই। পাশাপাশি কৃষকদের উপস্থিতির পাশাপাশি ভোক্তাদের আগমনও বাড়াতে হবে। এজন্য প্রচারণারও প্রয়োজন রয়েছে। তিনি কৃষকের বাজারটি টিকিয়ে রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Islams Group
Islam's Group