নারায়ণগঞ্জের শহরের নিতাইগঞ্জ এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া র্যাব সদস্য অভিজিৎ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই সাথে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন টুম্পা রানী।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
এর আগে, সকালে শহরের নিতাইগঞ্জ এলাকার লাল বাড়ির তৃতীয় তলায় অগ্নিকাণ্ডে দগ্ধ হন র্যাব সদস্য অভিজিৎ ও টুম্পা রানী। তবে কিভাবে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
একটি সূত্র জানায়, র্যাব-১১ এর সদস্য অভিজিৎ সিং ছুটিতে থাকা অবস্থায় বুধবার (১৩ সেপ্টেম্বর) তার বান্ধবী টুম্পাকে নিয়ে নিতাইগঞ্জের লাল বিল্ডিং এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেখানেই ঘুমন্ত অবস্থায় ভোরের দিকে আগুনে দগ্ধ হন তারা। প্রথমে স্থানীয়রা তাদের শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জানা যায়, অভিজিৎ সিংয়ের শরীরের ৯০ শতাংশ ও টুম্পা রানীর শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, অগ্নিকান্ডের ঘটনা শুনেছি। দুজনের ৯০ শতাংশ ও ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, অগ্নিকাণ্ডের আলামত পাওয়া গেছে, কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :