News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

দুপুরে অপমান, সন্ধ্যায় হামলা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: জুন ৩, ২০২৩, ১০:৫৪ পিএম দুপুরে অপমান, সন্ধ্যায় হামলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের পাইকপাড়ার ঐতিহ্যবাহী ভূইয়া পরিবারের সদস্য সিদ্দিক ভূইয়ার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। ২ জুন শুক্রবার সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটে। এর আগে দুপুরে এ পরিবারের সদস্যরা স্থানীয় কাউন্সিলর আব্দুল করিম বাবুর সঙ্গে অশোভন আচরণ করেন।

এলাকাবাসী জানান, পাইকপাড়ার ভূইয়াপাড়া জামে মসজিদের খতিবের শেষ শুক্রবার শেষ জুমআ। শুক্রবার জুম্মার নামাজের সময় কাউন্সিলর বাবু সেই মসজিদের যান কথা বলতে। তবে এ সময় ভূইয়াপাড়া জামে মসজিদ কমিটি সদস্য সিদ্দিক ভূইয়া এবং তার ছেলে প্যারিস ভূইয়া কাউন্সিলরের কাছে জানতে চান বাহিরের মানুষ তাদের মসজিদের বিষয়ে কেন হস্তক্ষেপ করবে। এতে অপমানিত বোধ করেন কাউন্সিলর বাবু।

এদিকে সন্ধ্যায় ১০০ থেকে ১৫০ জন অনুসারী ভূইয়াপাড়া এলাকায় গিয়ে সিদ্দিক ভূইয়ার বাড়িঘরে হামলা চালায় এবং তার ছেলে প্যারিস ভূইয়ার খাবারের দোকানে ব্যাপক ভাংচুর করেন।

তবে বিষয়টি অস্বীকার করে স্থানীয় কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, আমি ভূইয়াপাড়া জামে মসজিদের নামাজ পড়তে গিয়েছিলাম। তখন দেখি মসজিদের ইমাম বের হয়ে যাচ্ছে। তাই আমি এ বিষয়ে জানতে চাওয়ায় সিদ্দিক ভূইয়ার ছেলে বলেছেন বাহিরের লোক আমাদের মসজিদের বিষয়ে হস্তক্ষেপ কেন করে! এরপর আমি নামাজ শেষ করে অফিসে চলে আসি। এখনো অফিসে আছি। শুনলাম সন্ধ্যার দিকে কে বা কারা গিয়ে তাদের বাড়িতে হামলা করেছে। এ বিষয়ে আমি কিছু জানি না।

Islams Group
Islam's Group