নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে পুরস্কার পেলেন জেলা কাউন্টার টেরোরিজম পরিদর্শক (ওসি) খোকন চন্দ্র সরকার।
সোমবার (২২ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যলয়ের সভা কক্ষে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।
পুলিশ পরিদর্শক খোকন চন্দ্র সরকার যোগদানের পর থেকে মাদক উদ্ধার, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্বগুলো পালন করেছেন। গত মাসে জেলা শ্রেষ্ঠ মাদক উদ্ধার করায় জেলা পুলিশ সুপার তাকে পুরস্ককৃত করেন।
পুলিশ পরিদর্শক (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মাদক উদ্ধার ও ভালো কাজ করা ও মানুষের সেবা দেয়ার চেষ্টা করছি। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার মহোদয় আমাকে পুরস্কৃত করেছেন। যাহা ভবিষ্যতে আরও ভালো কাজ করার প্রেরণা জোগাবে।
আপনার মতামত লিখুন :