নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে জালাল মিয়া নামে এক আসামীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এঘটনা ঘটে। নিহত জালাল মিয়া আড়াইহাজার থানার রামচন্দ্রী গ্রামের মনর উদ্দিনের ছেলে।
জানাযায় প্রতারনার অভিযোগে আদালতে দায়ের করা একটি সিআর মামলার পলাতক আসামী ছিলেন জালাল মিয়া। আড়াইহাজার থানা পুলিশ তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করেন। এদিন বিকেলে আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত জালাল মিয়ার জামিন মঞ্জুর করেন। পরে কোর্ট হাজত থেকে বের হওয়ার পরই জালাল মিয়া অসুস্থ হয়ে পড়েন। এসময় কোর্ট পুলিশের সহযোগিতায় জালাল মিয়াকে তার ছেলে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃতঘোষনা করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আদালত চত্বরে জালাল মিয়া অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন তার সঙ্গে ছিলেন তার ছেলে। হাসপাতালে জালাল মারা গিয়েছে।
আপনার মতামত লিখুন :